ঢাকা প্রতিনিধি: বিবিসিএফ এর ১১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজ সকালে ঢাকার হৈমন্তী মিলনায়তনে কমিটি গঠন ও জাতীয় সম্মেলন/২৫ অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধান বন সংরক্ষক মোঃ আমির হোসাইন চৌধুরী এর সভাপতিত্বে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের মাননীয় উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সম্মানিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের মাননীয় সচিব ড. ফারহিনা আহমেদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, মহাপরিচালক ড. মোঃ ছগীর আহমেদ, ড. মোহাম্মদ আলী রেজা খান, ড. মোঃ জালাল উদ্দিন সরদার সহ বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আসা স্বেচ্ছাসেববৃন্দ।

জাতীয় সম্মেলনে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিবিসিএফ এর প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা ড. মোল্ল্যা রেজাউল করিম।

জাতীয় সম্মেলনে বিবিসিএফ এর সাথে জড়িত স্বেচ্ছাসেবী সংগঠন সমূহের প্রতিনিধিদের সরাসরি ভোটে আগামী দুই বছরের জন্য সভাপতি পদে ড. নাসির উদ্দীন, সাধারণ সম্পাদক পদে মোঃ আরাফাত রহমান ও এক্সিকিউটিভ সম্পাদক পদে জুয়েল রানা কে নির্বাচিত করা হয়।
উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় উপদেষ্টা জনাব সৈয়দা রিজওয়ানা হাসান নির্বাচিতদের নাম ঘোষনা করেন।