ভূরুঙ্গামারী প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারী থানাধীন দেওয়ানের খামার গ্রামে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে পতিতা ও দুই খদ্দেরসহ মোট ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, ভুরুঙ্গামারী উপজেলার সদর ইউনিয়নের দেওয়ানেরখামার গ্রামের মৃত ডাঃ আব্দুল আজিজের পুত্র মোঃ জিয়াউর রহমান জিয়ার ভাড়া দেওয়া বাড়ি থেকে ২১ অক্টোবর সোমবার রাতে অভিযান চালিয়ে ওই তিনজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন নাগেশ্বরী উপজেলার বামনডাঙ্গা (তেইলানীরপাড়)গ্রামের মোঃ আনছার আলীর কন্যা মোছাঃ আসমাউল হুসনা(২৩),তেলিপাড়া গ্রামের মোঃ সিরাজুল ইসলামের পুত্র মোঃ নাইম ইসলাম (২৩)ও ভিতরবন্দ ইউনিয়নের বড়ভিটা গ্রামের শাহিদুল ইসলামের পুত্র মোঃ রাহিমুল ইসলাম নিরব (১৯)।
পুলিশ জানায়, বাড়ি ভাড়া নিয়ে পতিতাবৃত্তিসহ বিভিন্ন অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে আসামীদের বিরুদ্ধে দণ্ডবিধির ২৯০ ধারায় মামলা দায়ের করে গ্রেফতারপূর্বক বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আল হেলাল মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার মোঃ মাহফুজার রহমানের দিক নির্দেশনায় নিয়মিত চুরি,ডাকাতি,ছিনতাই, সন্ত্রাসী কার্যক্রম,মাদক ও পতিতাবৃত্তিসহ অসামাজিক কার্যকলাপ দমনে নিয়মিত অভিযান চলছে। ভবিষ্যতে এই অভিযান অব্যাহত থাকবে।
