কুড়িগ্রাম প্রতিনিধি: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুড়িগ্রামের আয়োজনে জেলা স্টেডিয়ামে আজ বিকেলে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্ট/২৫ অনুষ্ঠিত হয়।

মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে ‍উপস্থিত ছিলেন জনাব সিফাত মেহনাজ, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, কুড়িগ্রাম। জনাব মো: মাসুদ রানা, অতিরিক্ত পুলিশ সুপার, কুড়িগ্রাম, জেলা বিজিবি ও সিভিল সার্জন অফিসের প্রতিনিধিগণ।
আরও উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, কুড়িগ্রামের সহকারী পরিচালক জনাব মো: রফিকুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

উক্ত মাদক বিরোধী ফাইনাল টুর্নামেন্টের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মো: মাসুদ হোসেন, অতিরিক্ত পরিচালক (ভারঃ) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় কার্যালয়, রংপুর এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন সরকারি/বেসরকারি ও সামাজিক সংগঠনের প্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদ কর্মীবৃন্দ।

এ সময়ে চ্যাম্পিয়ান দল, রানার্স আপ দল ও ম্যান অফ দা ম্যাচ এর মাঝে উপস্থিত অতিথিবৃন্দ পুরষ্কার বিতরণ করেন এবং মাদকবিরোধী শপথ পাঠ করান। গ্রীণ ভিলেজ স্পোটিং ক্লাব কে ‘‘মাদকবিরোধী দূত” ঘোষণা করা হয়।