লেখক: মোঃ শামীম হোসেন,ভুরুঙ্গামারী, কুড়িগ্রাম:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একজন কর্মী হিসাবে আমার বিএনপি প্রার্থীদের উদ্দেশ্য এই লেখাটি –
ভোটারদের আচরণ বোঝা মানেই নির্বাচনকে অর্ধেক জেতা।
যে প্রার্থী তরুণ, নারী, প্রথমবার ভোটার, গ্রামীণ ভোটার –শহুরে ভোটার এর পার্থক্য এবং Silent Supporter—এই পাঁচটি সেগমেন্টকে ঠিকভাবে বুঝবে এবং তাদের প্রত্যাশা অনুযায়ী বার্তা দেবে, তার জয় নিশ্চিত ৭০-৮০% সম্ভাবনা রয়েছে।
গত ১০/১৫ বছর আগের ভোটের মাঠ আর বর্তমান ভোটের মাঠের পার্থক্য বুঝতে হবে যারা ভোট করবেন এবং প্রার্থীর জন্য মাঠে কাজ করবেন।কারন বর্তমান ভোটাররা
আগের চেয়ে অনেক বেশি সচেতন।তাদের কে যেমন তেমন বুঝ দিয়ে কাজ করা যাবে না।
আজ আমার একটি পার্সোনাল মতামত তুলে ধরবো আমি আমার জায়গা থেকে যা মনে করি সকলের নিকট গ্রহণযোগ্য নাও হতে পারে –
আজ আলোচনা করবো তরুণদের ভাবনা-
তরুণ ভোটারদের চাহিদা ও মনস্তত্ত্বের উপর খেয়াল রাখতে হবে।
তরুণরা আজকের বাংলাদেশের সবচেয়ে বড় ভোটার ব্লক। তারা আবেগী, সচেতন এবং পরিবর্তনমুখী।
তাদের ভোট আচরণ মূলত চারটি বিষয়ের ওপর নির্ভর করে—
১. কর্মসংস্থান ও ভবিষ্যৎ নিরাপত্তা
তরুণদের ভাবনা: তরুণরা চাকরি সংকটে উদ্বিগ্ন। তারা এমন নেতৃত্ব চায়, যারা কর্মসংস্থানের বাস্তব সমাধান উপস্থাপন করতে পারে।
প্রার্থীর বার্তা হবে : প্রার্থীকে Job-oriented promise, স্কিল ডেভেলপমেন্ট, উদ্যোক্তা সহায়তা—এই বার্তাগুলো তরুণদের কাছে সরাসরি পৌঁছে দিতে হবে।
২. স্বাধীনভাবে মত প্রকাশ ও গণতান্ত্রিক অধিকার
তরুণের ভাবনা:তরুণরা স্বাধীনভাবে কথা বলতে চায়। রাজনৈতিক স্বাধীনতা ও সামাজিক নিরাপত্তা তাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
প্রার্থীর বার্তা হবে : তাদের সাথে সরাসরি কথা বলা, লাইভ সেশন, ওপেন ডিসকাশন—বিশ্বাস স্থাপন করবে।
৩. সোশ্যাল মিডিয়া–ভিত্তিক যোগাযোগ
তরুণের ভাবনা: তারা প্রচলিত প্রচারণার চেয়ে ছোট ভিডিও, সংক্ষিপ্ত বক্তব্য, যুক্তিপূর্ণ কনটেন্টে বেশি আগ্রহী।
প্রার্থীর বার্তা হবে : প্রতিদিন ৩০–৬০ সেকেন্ডের সংক্ষিপ্ত বার্তা তাদের কাছে দ্রুত পৌঁছাবে।
৪. স্বচ্ছ ইমেজ
তরুণের ভাবনা :তরুণরা দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার বা প্রদর্শন পছন্দ করে না।
প্রার্থীর বার্তা হবে: প্রার্থীকে Clean Image–এর উদাহরণ হতে হবে।অতীতের ভুল থাকলে শুধরিয়ে নিজেকে উপস্থাপন করতে হবে এবং সেই অনুযায়ী কমিটমেন্ট রক্ষা করতে হবে।
