কুড়িগ্রাম প্রতিনিধি: কয়েক দিন ধরে শীত ও ঠান্ডায় স্থবির হয়ে পড়েছে কুড়িগ্রামের মানুষের জীবনযাপন। এতে সাধারণ মানুষ বিপাকে পড়েছে। রবিবার (০৪ জানুয়ারি) জেলায় সর্বনিম্ন ১০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

রাত থেকে বিকাল পর্যন্ত শীতল বাতাসে বাড়ছে কাঁপুনি। দিনের বেলাও সূর্যের আলোর  দেখা মিলছে না। ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ, বিশেষ করে কষ্ট বেড়েছে চরাঞ্চলের দরিদ্র জনগোষ্ঠীর।

কুড়িগ্রাম যাত্রাপুর এলাকার নুরবানু (৩৮) ভলান্টিয়ার নিউজ২৪ কে বলেন, প্রতিবছর এমন ঠান্ডা মেনে নিয়েই আমাদের চলতে হয়।

গ্রীন ভিলেজ ফাউন্ডেশনের কুড়িগ্রাম জেলার যুগ্ম সাধারণ সম্পাদক নুরনবী সরকার বলেন, শীতের তীব্রতায় কুড়িগ্রামে সাধারণ মানুষের জীবনযাত্রা স্থবির হয়ে পড়েছে। বিশেষ করে খেটে খাওয়া দিনমজুররা বিপাকে পড়েছেন।

পরিবেশ অধিদপ্তর কুড়িগ্রামের সহকারি পরিচালক রেজাউল করিম বলেন, “কুড়িগ্রাম বাংলাদেশের সীমান্তবর্তী জেলা ও উত্তর প্রান্তে হওয়ায় শীতকালে উত্তর দিক থেকে আসা শৈত্যপ্রবাহের প্রভাব এখানে বেশি পড়ে।ব্রহ্মপুত্রসহ বড় নদী ও বিস্তীর্ণ চরাঞ্চলের কারণে আর্দ্রতা বেশি থাকে, যা ঠান্ডা অনুভূতি বাড়ায়।বাড়তি সচেতনতা এবং দরিদ্র, ছিন্নমূল ও চরাঞ্চলের মানুষের মাঝে দ্রুত শীতকালীন কাপড় ও কম্বল বিতরণ করতে পারলে মানুষের কষ্ট কিছুটা লাঘব করা সম্ভব হবে।”