রৌমারী প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের শালুর মোড় হতে গাছবাড়ি বদিয়ার মোড় পর্যন্ত চলমান রাস্তা সংস্কার কাজে চরম অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। রাস্তার কাজে ব্যবহৃত ইটের গুণগত মান অত্যন্ত নিম্নমানের হওয়ায় এবং সিডিউল বহির্ভূতভাবে কাজ করায় স্থানীয় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।
অভিযোগের মূল বিষয়সমূহ:নিম্নমানের ইটের ব্যবহার: সরেজমিনে দেখা গেছে, রাস্তায় যে ইট ব্যবহার করা হচ্ছে তা অত্যন্ত নিম্নমানের (যাকে স্থানীয় ভাষায় ‘রাবিশ’ বা ‘পিকেট’ বলা হয়)। এলাকাবাসীর দাবি, এগুলো ইটের বদলে চুলার পোড়া মাটির মতো ভেঙে যাচ্ছে, যা কোনোভাবেই একটি টেকসই রাস্তার জন্য উপযুক্ত নয়। দুর্যোগপ্রবণ এলাকা হিসেবে এ কাজ মোটেও ঠিক হয়নি।
সিডিউল অবজ্ঞা: সরকারি উন্নয়ন কাজে নির্দিষ্ট মানের ইট ও সামগ্রী ব্যবহারের নিয়ম থাকলেও ঠিকাদারি প্রতিষ্ঠান তা তোয়াক্কা করছে না বলে অভিযোগ উঠেছে।
এলাকাবাসীর বক্তব্য:
স্থানীয় বাসিন্দারা জানান, “দীর্ঘদিন পর রাস্তার কাজ শুরু হওয়ায় আমরা আশান্বিত হয়েছিলাম। কিন্তু যেভাবে নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করা হচ্ছে, তাতে এই রাস্তা কয়েক মাসও টিকবে না। দুর্যোগপ্রবণ এলাকা হওয়ার পরও রাস্তা নিচু করা হচ্ছে, যা আমাদের জন্য বড় ঝুঁকির কারণ।”
কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ:
রাস্তাটি অত্র এলাকার যোগাযোগের গুরুত্বপূর্ণ মাধ্যম। তড়িঘড়ি করে নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ শেষ করলে সরকারের বিপুল পরিমাণ অর্থের অপচয় হবে। তাই স্থানীয় এলাকাবাসী অবিলম্বে এই কাজ বন্ধ রেখে সিডিউল অনুযায়ী উন্নত মানের ইট ও সামগ্রী ব্যবহার নিশ্চিত করার জন্য উপজেলা প্রশাসন এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) জরুরি হস্তক্ষেপ কামনা করছেন।
